সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর উপজেলার রনজনিয়া গ্রামের সাইফুল ইসলামকে স্থানীয় যুবদল নেতা শরিফুল ইসলামের নেতৃত্বে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার দাবিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
পরে আহত সাইফুলের বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে কালিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামকে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শরিফুল তার লোকজন নিয়ে সাইফুলের ওপর হামলা চালায়। লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে পেটানোর ফলে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন সাইফুল। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
আহত সাইফুলের মা শিরিনা আখতার বলেন, “আমার ছেলেকে বিনা কারণে মেরেছে। দাঁত ভেঙে গেছে, দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা এর বিচার চাই।”
মানববন্ধনে বক্তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রামে শান্তি নষ্ট হচ্ছে।
অভিযুক্ত যুবদল নেতা শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”