
মো: শাহীন হাওলাদার | ক্রাইম রিপোর্টার |
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ ইয়ংস্টার সোস্যাল অর্গানাইজেশন” ফরিদপুর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য কর্মশালা।
কর্মশালার বিষয়বস্তু ছিল— “সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, লিডারশীপ, শিক্ষা ও ক্যারিয়ার এবং তরুণদের সামাজিক দায়বদ্ধতা।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মো. আব্দুল জলিল, পিপিএম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “সচেতনতা হলো সবার প্রথম দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় হয়রানি, তথ্য চুরি, ফেক আইডি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি—এসবই সাইবার অপরাধের আওতায় পড়ে। ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে শেয়ার করলে সহজেই অপরাধীদের ফাঁদে পড়া যায়।”
তিনি আরও বলেন, “অপরিচিত লিংকে ক্লিক করবেন না, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, আর সাইবার হয়রানির শিকার হলে ভয় না পেয়ে পুলিশের সহযোগিতা নিন। সাইবার স্পেসকে নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব।”
সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে পুলিশ সুপার সতর্ক করে বলেন, “মোবাইলে অনলাইন জুয়া বা বাজির অ্যাপ পাওয়া গেলে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অভিভাবক ও শিক্ষকদেরও এ বিষয়ে সচেতন থাকতে হবে।”
শিক্ষা ও নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষা শুধুমাত্র ডিগ্রি নয়, এটি চরিত্র গঠনের মাধ্যম। তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। ঘৃণা নয়, ভালোবাসা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দাও।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আয়োজক সংগঠন জানায়, এ ধরনের কর্মশালার মাধ্যমে তরুণ সমাজকে সচেতন, দায়িত্বশীল ও সমাজবান্ধব নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
রাজেন্দ্র কলেজে সাইবার ক্রাইম ও নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে “বাংলাদেশ ইয়ংস্টার সোস্যাল অর্গানাইজেশন” এর আয়োজনে সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য ও নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচক পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, “সচেতন থাকুন, অপরাধীদের ফাঁদে পড়বেন না।” তিনি আরও সতর্ক করেন, মোবাইলে জুয়া বা বাজির অ্যাপ পাওয়া গেলে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।