রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা গভর্নিং বডি অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত
মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা গভর্নিং বডি অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ভোট চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোঃ মাহবুবুল আহসান বুলবুল। তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তবে রমজান মাসের কারণে ভোটার সংখ্যা কিছুটা কম ছিল।” তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিরা মাদ্রাসার উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন।
ভোট কেন্দ্র পরিদর্শন করেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জাকির হোসাইন। তিনি জানান, “সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন লাইলা নূর, নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষা কল্যাণ শাখা, রাজশাহী। তিনি ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন এবং বলেন, “সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং নির্বাচিত প্রতিনিধিরা আগামী তিন বছর মাদ্রাসা পরিচালনা করবেন।”
ভোট গণনার সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে এলাকাবাসী গরিব ও অসহায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফি ও সেশন ফি কমানোর দাবি জানান এবং বিশেষ ছাড়ের ব্যবস্থা করার আহ্বান জানান।
পরিশেষে, নবনির্বাচিত প্রতিনিধিদের জন্য শুভ কামনা জানানো হয় এবং মাদ্রাসার উন্নতির জন্য দোয়া করা হয়।