মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭ টার দিকে নিজ বাড়িতে তাদের এ মরদেহ গুলো পাওয়া গেছে।
লাশের পাশ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে।
আর এমপি মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ঋণের বোঝা ও খাওয়ার অভাবে এ ঘটনা ঘটিয়েছে মিনারুল।
নিহতরা হলেন পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামন শিকড় এলাকার– মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা ( ২) বছর।
স্থানীয় বাসিন্দারা বলেন, মিনারুল কৃষি কাজ করেন। তার অনেক ঋণ রয়েছে জানতাম। ঋণগ্রস্ত থেকে এমন কান্ড ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে এক ঘরে মা ও মেয়ে, আর অন্য ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।