মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের মধ্যে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন আরএমপির পবা থানার পুলিশ। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট (২৪-৪৮৩০) ট্রাকটি জব্দ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পবা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেছেন।
আটককৃত ট্রাক ড্রাইভার হলেন- পবা উপজেলার নওহাটা পৌর এলাকার দুয়ারী গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে মুকুল ইসলাম (২৫)।
জব্দকৃত ট্রাকটি নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার (সাবেক) কাউন্সিলর আজিজুল হকের পিতা আব্দুল হক এর নামে রেজিষ্ট্রেশন রয়েছে বলে জানান আটককৃত ট্রাক ড্রাইভার মুকুল ইসলাম। তিনি আরো জানান, দুয়ারী এলাকার ট্রাকের হেল্পার হাসান কুমিল্লা থেকে গাঁজাগুলো ক্রয় করেছে।
পবা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার পুলিশের কঠোর নজরদারিতে সোমবার সন্ধ্যায় পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।