মোঃ শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া ৪৯টি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১ মার্চ) আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন। রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এসব জিডির তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো উদ্ধার করে।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “বছরের প্রথম দিন থেকেই আমরা মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করছি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা নিয়মিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিচ্ছি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে উপস্থিত মোবাইল মালিকরা পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সাইবার অপরাধ দমনে রাজশাহী মহানগর পুলিশের সিটিটিসি বিভাগের সাইবার ক্রাইম ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ইউনিট আরএমপির গোয়েন্দা শাখা ও থানাগুলো থেকে প্রাপ্ত মামলা, অভিযোগ এবং সাধারণ ডায়েরির তদন্তে নিয়মিতভাবে সহায়তা প্রদান করে।