মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীতে ১৭ দিন পর রিজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ টাই নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন তালপুকুড় এলাকায় একটি নির্জন আবাসিক এলাকার প্লটের অফিসের কক্ষের মধ্য থেকে রিপনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মোঃ রিজন (১৭ ) পিতা মোঃ বাবু তার ছোট সন্তান। তিনি কাশিয়াডাঙ্গা থানার (রাশিক) ২নং ওয়ার্ড লিলি হলের মোড় হড়গ্রাম ঠাকুর মারা কলনী এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ সকালে ব্যাটারি চালিত অটো নিয়ে বের হয় । হঠাৎ তার খোঁজ করলে তার ফোন বন্ধ পাওয়া যায় এরপর থেকেই তাকে খোঁজাখুঁজি করা হয়। পরবর্তীতে দামকুড়া থানাধীন হরিপুরে এক ফুটেজ দেখা যায় এক নং আসামী পাপ্পু রিজনকে টেনে নিয়ে যায়। পরবর্তীতে পাপ্পুর খোঁজ করলে তাকে এলাকাবাসী ধরে । এবং শেষে কার করে রিজনের কাছ থেকে অটো ছিনতাই করে অটোর ব্যাটারি গুলো বিক্রি করে দেয়। এরপরে রিজনের কথা জিজ্ঞেস করা হলে সে বলে তাকে ট্রাকে করে তুলে দেওয়া হয়েছে। পরে এলাকাবাসী পাপ্পু কে দামকুড়া থানায় পুলিশের হাতে তুলে দেয়।
এলাকাবাসী বলেন এই ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদের ফাঁসি চাই এসব কর্মকান্ড আসামিরা অনেক আগ থেকেই তারা করে থাকে তাই তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক।
মহানগরীর দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, গত ২৩ মার্চ ব্যাটারিচালিত অটো চালক মো. রিজনের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়। সেখানে বলা হয় অটো সহ রিজনকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর বিভিন্ন তথ্যের ভিত্তিতে একই এলাকার কলিমের ছেলে মো. পাপ্পু সহ সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার দুপুরে পাপ্পুর দেয়া তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন তালপুকুর এলাকায় একটি নির্জন আবাসিক এলাকার প্লটের এক কক্ষের ভেতর থেকে কাশিয়াডাঙ্গা থানার সহযোগীতায় রিজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রিজনের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটো ছিন্তাই করে রিজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি আটক রয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় মাগরিবের নামাজ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী রিজুন হত্যার মুল আসামি পাপ্পুর বাসায় আগুন দেন।