মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানাধীন আলিগঞ্জ আদর্শ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫
০৯ মে ২০২৫ তারিখ রাত্রী-০০.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলীগঞ্জ আদর্শগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ পলাশ আলী (৩৩), পিতা-মোঃ মুনছুর আলী, ২। মোঃ রাকিব হোসেন (৩২), পিতা-মোঃ গোলাপ হোসেন, উভয় সাং-আলীগঞ্জ আদর্শগ্রাম, থানা-কাশিয়াডাঙ্গা, রাজশাহী মহানগরদ্বয়কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত হেরোইন-৬০ গ্রাম, মোটরসাইকেল-০১টি, মোবাইল-০২টি, সীম-০৪টি উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলিগঞ্জ নামক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করতঃ নিজ বাড়ী থেকে বিক্রি করে আসছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীকে আটক করে। উক্ত আসামীদ্বয়ের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।