মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরী কাশিয়াডাঙ্গা থানার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ।
এসময় তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানার ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন হয়েছে মো. হাসিবুল আলম পরাগ ও সাধারণ সম্পাদক হয়েছে- আব্দুল গাফফার।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানার নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. শহিদুল্লাহ আল মারুফ, আনোয়ারুল ইসলাম পলাশ, জিয়ারুল ইসলাম, ইব্রাহিম টুটুল; সহ-সম্পাদক মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, জাহিদুল ইসলাম জনি, সাদিয়া আফরিন, হাফেজ মো. নেসার উদ্দিন সোহেল; দপ্তর সম্পাদক আব্দুর রহমান, কোষাধক্ষ্য আব্দুর রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হোসেন পলক, ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু সাঈদ, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক সাকিম হোসেন শাকিল, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নাহিদ রাকিব, আইন সম্পাদক সাইফ মির্জা অপু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল হাসান শাকিল, ক্রিয়া সম্পাদক মীর হাফিজ উদ্দিন রনি, নির্বাহী সদস্য হয়েছেন- রফিকুল ইসলাম রফিক, সুমন আলী, হাফেজ মো. কাবিল উদ্দিন, রবিউল ইসলাম, রুম্মান, তাজুল ইসলাম তাজু, তরিকুল ইসলাম, মামুন আলী কুড়হান, হাসিনা খাতুন, আফরোজা বেগম, তানিয়া ইয়াসমিন, আয়েশা সিদ্দিকা।
এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সভাপতি মো. হাসিবুল আলম পরাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা শাখার প্রধান উপদেষ্টা ও থানা আমীর মাওলানা ফরিদ উদ্দীন আক্তার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সহকারী উপদেষ্টা অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা শাখার সহকারী উপদেষ্টা ও ইউনিয়ন আমীর মো. এমদাদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক মো. শরিফুজ্জামান হাসান। এছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও বিভিন্ন উপজেলা ইউনিয়নের কর্মীরা উপস্থিত ছিলেন।