মোঃ শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি (রাজশাহী):
রাজশাহী মহানগরীতে ফেসবুক আইডি পুনরুদ্ধারের কথা বলে একজন ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সুমিত সাখাওয়াত (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হুজরাপুর এলাকার মৃত ইশাহাক আলীর ছেলে এবং বর্তমানে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ভুক্তভোগী ব্যক্তি তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে মনে করে পূর্ব পরিচিত সুমিত সাখাওয়াতের সাহায্য চান। সুমিত আইডি পুনরুদ্ধারের জন্য তার মোবাইল রেখে দিতে বলেন। ভুক্তভোগী বিশ্বাস করে মোবাইলটি তার হাতে তুলে দেন।
পরে সুমিত ভুক্তভোগীর মোবাইল থেকে তার ব্যক্তিগত ও পারিবারিক ছবি ও ভিডিও সংগ্রহ করে এবং মোবাইলটি ফেরত দিয়ে জানায় আইডি পুনরুদ্ধার হয়েছে। এরপর সুমিত ওইসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী বিকাশ ও নগদের মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করেন।
সর্বশেষ ১১ এপ্রিল ২০২৫, সকাল সাড়ে ১০টার দিকে সুমিত আরও ৮০ হাজার টাকা দাবি করে। পরে ভুক্তভোগী ১৩ এপ্রিল দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জানান।
ডিবি সূত্রে জানা যায়, ডেপুটি পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি টিম ১৩ এপ্রিল রাত ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন অলকার মোড়ে গোপন অভিযানে সুমিতকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে সুমিত স্বীকার করে যে, তার ল্যাপটপে ভুক্তভোগীর আরও ছবি ও ভিডিও রয়েছে। এরপর ডিবি পুলিশ তার নওদাপাড়ার বাসায় অভিযান চালিয়ে একটি ল্যাপটপ জব্দ করে।
গ্রেপ্তারকৃত সুমিত সাখাওয়াতের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।