
মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার ২ নং ওয়ার্ডের হাড়গ্রাম ঠাকুরমারা এলাকায় পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় হাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “রাজশাহীর বিএম কলেজগুলোর মধ্যে হাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ অন্যতম। এখানকার শিক্ষার মান উন্নত এবং পরিবেশ অত্যন্ত ভালো। পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কারিগরি শিক্ষা প্রদান করা হয়, যা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।”
এছাড়াও বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ জাফর ইকবাল ও জনাব মোঃ জিল্লুর রহমান মল্লিক। তারা বলেন, “এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত মনোযোগ সহকারে পাঠদান করেন। আমরা অভিভাবকদের আহ্বান জানাই, আপনারা আপনাদের সন্তানদের এখানে পড়াশোনার সুযোগ করে দেবেন।”
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর হাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের আয়োজনে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফল এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডঃ মোঃ মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষা কার্যক্রমের অনুমোদন পেয়েছে। শিক্ষার পাশাপাশি আমরা কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকি। অন্তত এক বছরের জন্য হলেও আপনারা আপনাদের সন্তানদের আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করান। এরপর যদি মনে হয় পড়াশোনার মান সন্তোষজনক নয়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে হাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের শিক্ষক-শিক্ষিকা, অফিস সহায়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।