রাজশাহীতে জামায়াতের যাকাত ও রমজান সেমিনার অনুষ্ঠিত
মোঃ শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে "সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে যাকাত এবং রমজান" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় নগরীর শাহ ডাইন কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, "নামাজ ও রোজার মতোই যাকাত আদায় করাও একটি ফরজ ইবাদত। তবে মুসলমানরা যাকাত আদায়ে সচেতন নয়, যা দারিদ্র্য দূরীকরণে অন্যতম প্রধান মাধ্যম। যাকাত সম্পদের পবিত্রতা অর্জনের সর্বোত্তম পন্থা এবং দরিদ্রদের অধিকার। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।"
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহা. বিলাল হোসাইন। তিনি বলেন, "যাকাত ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের ৯০% জনগণ মুসলিম হলেও ধনী-দরিদ্রের ব্যবধান বাড়ছে। এই বৈষম্য দূর করতে যাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করতে হবে। এটি কেবল দারিদ্র্য বিমোচন নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের একটি উপায়।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন। তিনি বলেন, "যাকাতভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সুদ মানুষকে শোষণ করে, আর যাকাত সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। শুধু যাকাত আদায় নয়, ইসলামের সার্বিক বিধান বাস্তবায়নের জন্য প্রতিটি মুসলমানকে প্রচেষ্টা চালাতে হবে।"
সেমিনারে সভাপতিত্ব করেন ড. মাওলানা কেরামত আলী। তিনি বলেন, "আল্লাহ ধনীদের সম্পদের ওপর দরিদ্রদের অধিকার দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থাপনা কার্যকর না থাকায় জামায়াতে ইসলামী প্রাতিষ্ঠানিকভাবে যাকাত আদায় ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে। সকল সাহেবে নিসাব ব্যক্তিকে জামায়াতের এই কার্যক্রমে যুক্ত হয়ে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানাই।"
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, প্রখ্যাত শিক্ষক, চিকিৎসক, ব্যাংকার ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সেমিনারের বক্তারা যাকাতের সঠিক বণ্টন, রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।