মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহী মহানগর রাজপাড়া থানার অন্তর্গত চন্ডিপুর জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার জোরপূর্বক জমি ও বাড়ী দখলের অভিযোগটি মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সপুরা গোরস্থানপাড়া এলাকার সাইদুল ইসলাম কটা ও তার ছেলে মোঃ সাজিদ শেখ শাওন।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৫ টায় নগরীর সপুরা এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বাড়ী দখলের অভিযোগটি মিথ্যা ও বানোয়াট দাবি করে সাইদুল ইসলাম কটার ছেলে মোঃ সাজিদ শেখ শাওন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০০৫ সালে দায়েম উদ্দিনের থেকে ২ শতক জমি আমার বাবা সাইদুল ইসলাম ক্রয় করে ও সেখানে বাড়ী নির্মাণ করে নিজ নামে খারিজ করেন। যার পরিপ্রেক্ষিতে বাড়ীটি সম্পূর্ণ আমাদের দখলেই থাকে। তবে আমার বাবা সাইদুল ইসলাম রোগ ব্যাধির কবলে পড়ে ধীরে ধীরে তিনি দৃষ্টি শক্তিহীন হয়ে পড়েন।
তিনি আরো বলেন, আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে কিছু কুচক্রী লোক মাদ্রাসার নাম করে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আমাদের বাড়ী জোর পূর্বক দখলের চেষ্টা করে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যৌথ বাহিনীর সহযোগিতায় থানায় সমাধানে বসা হয়। সে সময় আবু তাহের আর.এস. ৪৪২২ দাগের কোন কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বলেন, যদি আবু তাহের জমির সঠিক ও মূল কাগজপত্র দেখাতে পারে তবে স্বেচ্ছায় জায়গাটি তাদের দিয়ে দেওয়া হবে। আর না দেখাতে পারলে তাদের বিরুদ্ধে হয়রানি করায় আইনি ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাড়ীটি দখলের চেষ্টায় আমাদের হয়রানি ও মানহানি করার উদ্দেশ্যে গত মঙ্গলবার (০২ রা অক্টোবর ) মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন তারা। এরপর ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যার ফলে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান মোঃ সাজিদ শেখ শাওন।
সংবাদ সম্মেলনে সাইদুল ইসলাম কটা, তার স্ত্রী রোকশানা বেগম ও ছেলে মোঃ সাজিদ শেখ শাওন উপস্থিত ছিলেন।