মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীতে গণধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ (২৪ রমজান) বুধবার বিকেলে নগরীর ২ নং ওয়ার্ড ঠাকুর মারা বিএম কলেজ মোর গন অধিকার পরিষদ কার্যালয়ে দোয়া ও ইফতার বিতরণী কর্মসূচি পালন করেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর শাজাহান আলী, সহ-সভাপতি, গনঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি। তিনি বলেন, গণধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল বাতেন বাবু , সদস্য সচিব, রাজশাহী মহানগর। তিনি তার বক্তব্যে বলেন, আমরা চাই গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সভাপতিত্ব করেন, মোঃ সোহেল রানা, যুগ্ন আহবায়ক, গন অধিকার পরিষদ রাজশাহী মহানগর। তিনি তার বক্তব্যে বলেন, আমরা আজ বাংলাদেশ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে
পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলাম। আমরা চাই এভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতে এর থেকেও বড় ধরনের সাহায্য সহযোগিতা আমাদের এই সংগঠন থেকে করব ইনশাআল্লাহ।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনায় ছিলেন মোঃ আরদেশ আলী রানা, যুগ্ন সদস্য সচিব, গণধিকার পরিষদ রাজশাহী মহানগর।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী তোহা, দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ , অ্যাডভোকেট মাহবুবুর রহমান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি, গণধিকার পরিষদ রাজশাহী মহানগর, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ এশারুল, কার্যকরী সদস্য , আব্দুল আলিম, সভাপতি যুব অধিকার পরিষদ, মোরশেদুল ইসলাম, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ , অপূর্ব , দপ্তর সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ ,রাজশাহী মহানগর সহ বাংলাদেশ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ, রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দরা।