রাজধানীতে প্রতিদিন 'কৃত্রিম বৃষ্টি', দাবদাহে স্বস্তির পরশ!
ঢাকা, ২৬ এপ্রিল: তীব্র দাবদাহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে উত্তর সিটি কর্পোরেশন 'কৃত্রিম বৃষ্টি' তৈরির উদ্যোগ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা 'কৃত্রিম বৃষ্টি'র দেখা পাবে নগরবাসী।
উত্তরা, মিরপুর, ফার্মগেট, আগারগাঁও সহ নগরীর বিভিন্ন এলাকায় 'কৃত্রিম বৃষ্টির' দেখা মিলবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরীর তাপপ্রবাহ কমাতে 'কৃত্রিম বৃষ্টির' তৈরির জন্য ব্যবহার করছে বড় বড় জলকামান। প্রতিদিন প্রায় ৪ লাখ পানি ছিটিয়ে 'কৃত্রিম বৃষ্টি' তৈরিতে প্রয়োজন হয়েছে দুইটি স্প্রে ক্যানন ও ১০টি ব্রাউজার।
অসহনীয় গরম থেকে মুক্তি পেতে 'কৃত্রিম বৃষ্টি'-তে অনেককেই দেখা গেল শীতল পরশ পেতে নিজেকে ভিজিয়ে নিতে।
উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেছেন, নগরে বনায়ন বাড়িয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে সময়ের প্রয়োজন। তবে তার জন্য এখন কিছু না করে বসে থাকার মানে নেই। তাই স্বল্প সময়ের জন্য হলেও দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে জলকামানের মাধ্যমে 'কৃত্রিম বৃষ্টি' তৈরির উদ্যোগ নিয়েছি। এতে গরমে নগরবাসীর ভোগান্তি কিছুটা হলেও কমবে।
দাবদাহের পুরো সময়টাতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নগরে 'কৃত্রিম বৃষ্টি' তৈরির উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এতে কিছুক্ষণের জন্য হলেও তীব্র গরমে দেখা মিলবে শীতল পরশের।
এই উদ্যোগটি নগরবাসীর মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন এটি দাবদাহের তীব্রতা কিছুটা কমাতে সাহায্য করবে।
তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন 'কৃত্রিম বৃষ্টি' দীর্ঘমেয়াদী সমাধান নয়। তাদের মতে, নগরে বৃক্ষরোপণ বৃদ্ধি এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘমেয়াদীভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
উত্তর সিটি কর্পোরেশনের এই উদ্যোগটি যতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। তবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা নগরবাসীকে তীব্র দাবদাহের তাপমাত্রা থেকে কিছুটা স্বস্তি দিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।