রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
রোববার বিকেল তিনটার দিকে উপজেলার বাহেরচর গ্রামের নিজ ঘরে ইয়াসমিন (২২) নামে ওই গৃহবধূ গলায় ফাঁস দেন। খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, গৃহবধূর শ্বশুরের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।