মোঃ মাসুদ মোল্লা, রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছ কাটার সময় নিচে পড়ে জুলহাস ফরাজি (৩৬) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুলহাস ফরাজি একই ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ ফরাজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলহাস ফরাজি আরও পাঁচজন শ্রমিকসহ চুক্তিভিত্তিক কাজে পাশের গ্রাম কাউখালীতে গাছ কাটতে যান। গাছে দড়ি বেঁধে উঠার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুলহাস ফরাজি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু ঘটনাটি একটি দুর্ঘটনা এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”