রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তিন জেলেকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় একটি ট্রলিংবোট, অবৈধ ট্রলনেট, মাছ ও ডিজেল।
রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার তেতুলিয়া নদীতে এ অভিযান চালানো হয়। রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আসলাম বেপারী সঙ্গীয় ফোর্সসহ গলাচিপা ও রাঙ্গাবালীর উপজেলা মৎস্য কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।
চরমন্ডল লঞ্চঘাট এলাকা থেকে অবৈধ ট্রলিংসহ তিন জেলেকে আটক করা হয়। এসময় ৮টি অবৈধ ট্রলনেট, প্রায় ২০ কেজি সামুদ্রিক মাছ ও ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা, গলাচিপা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙ্গাবালী নৌ - ফাঁড়ি ইনচার্জ মোঃ আননূর জায়েদ জানান,অবৈধ মাছ ধরা রোধে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।