
নিউজ ডেস্ক ।আমার সকাল ২৪
বছরের শুরুতেই নতুন সিনেমা ও চরিত্র নিয়ে দর্শকদের জন্য আগাম বার্তা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সোশ্যাল মিডিয়ায় পুরনো বছরের কাজের স্মৃতিচারণের পাশাপাশি নতুন বছরের প্রত্যাশা ও উন্মাদনার কথা তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে চারটি ছবির কোলাজ শেয়ার করে সিয়াম জানান, একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করাই তার লক্ষ্য। নতুন বছরে ভিন্ন চরিত্র ও নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার কথাও জানান তিনি। ইঙ্গিত দেন—নতুন গল্পে ‘রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে’।
সিয়াম তার পোস্টে লেখেন, বছরের শুরুটা অনিশ্চয়তা ও আশঙ্কা নিয়ে হলেও ঠিক সেই সময় বিনোদনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি পরিবার নিয়ে লাখো দর্শক সিনেমাহলে উপভোগ করেছেন—যা একজন অভিনেতা হিসেবে তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও উল্লেখ করেন, ‘জনি’, ‘জংলি’ কিংবা স্বল্প সময়ের চরিত্র ‘আরমান মনসুর’—সবকিছুর প্রতিই দর্শকের ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে। পোস্টার, মিম, ভিডিও ম্যাশআপ ও ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে দর্শকদের ভালোবাসা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও মন্তব্য করেন এই অভিনেতা।
নতুন বছরকে সামনে রেখে সিয়াম বলেন, দর্শকদের ভালো লাগা-মন্দ লাগাই তার সবচেয়ে বড় অর্জন। তাই নতুন বছরে এমন কিছু চরিত্র ও গল্প নিয়ে আসছেন, যা দর্শকদের জন্য হবে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা।
পোস্টের শেষাংশে তিনি রোমাঞ্চ ছড়িয়ে লেখেন,
“সিনেমাহলের সিটটা শক্ত করে ধরুন, পপকর্ণের বক্সটা কাছে রাখুন। কারণ আমি পর্দায় আগুন ধরাতে আসছি।”