প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
রমজান উপলক্ষে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

রমজান উপলক্ষে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ১০টি পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের ১১ নভেম্বর জারি করা এই নির্দেশনা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
সুবিধাপ্রাপ্ত ১০টি পণ্য:
চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।
নির্দেশনায় বলা হয়েছে, এসব পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। পাশাপাশি বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এসব আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের লক্ষ্য হলো রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নিশ্চিত করা।
© All rights reserved 2025 Amar Sokal