
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। আইনজীবী প্রশান্ত মেঠাল এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় এফআইআরটি নথিভুক্ত করা হয়।
জানা গেছে, কয়েক মাস আগে গোয়ায় অনুষ্ঠিত ঋষভ শেঠী পরিচালিত ও অভিনীত সিনেমা ‘কান্তারা’–র প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন রণবীর সিং। সে সময় তিনি মঞ্চে উঠে সিনেমার চামুণ্ডাদেবীর একটি দৃশ্য অভিনয় করে দেখান। অভিনয় শেষে তিনি চামুণ্ডাদেবীকে ‘নারী ভূত’ বলে সম্বোধন করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় অনিচ্ছাকৃত ভুলের জন্য রণবীর সিং ক্ষমা প্রার্থনা করলেও বিষয়টির নিষ্পত্তি হয়নি। উল্টো তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আইনজীবী প্রশান্ত মেঠালের দাবি, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তার মতে, কর্নাটকের চামুণ্ডাদেবীর চরিত্র উপস্থাপনের মাধ্যমে রণবীর সিং আদতে দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করেছেন।
এদিকে, সিনেমার পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠী জানান, দর্শকাসন থেকে তিনি একাধিকবার রণবীরকে চামুণ্ডাদেবীর অভিনয় করতে নিষেধ করেছিলেন। কিন্তু রণবীর সেই নিষেধ শোনেননি বলে দাবি করেন তিনি।