
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
জুলাই জাতীয় সনদ সংক্রান্ত গণভোট নিয়ে সরকারের প্রচারণা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, “পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষ নিয়েছে। যেহেতু বর্তমান সরকার সংস্কারের পক্ষে, তাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে।”
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরস্থ হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.) এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রেস সচিব আরও বলেন, “মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। যাতে এদেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে এবং একক ক্ষমতার দানবীয় চক্র সৃষ্টি না হয়, এজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”
তিনি জানান, এবারের নির্বাচনে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে। অতীতে রাতে ভোট হওয়ার কারণে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও এবার পরিস্থিতি ভিন্ন হবে। তিনি বলেন, “এই সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে যে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই।”
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি জানান, রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে। এখন বলা যায়—১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু অপেক্ষার পালা।
পরে তিনি মাজার কম্পাউন্ডে একটি বৃক্ষ রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ওসি জাবেদ উল আলমসহ মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এবং অন্যান্য সদস্যবৃন্দ।