কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি, Rofik Biswas
চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের মো: সাজ্জাদ হোসেন (৩০), ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মো : আল আমিন (৩৬) ও তরুণ আওয়ামী লীগ নেতা মো : আব্দুল্লাহ আল মামুন (৪২) কে কোন মামলা না থাকা সত্বেও গ্রেফতার করে সিএমপির পতেঙ্গা থানা পুলিশ।
গত ২ আগস্ট রাতে তার দক্ষিণ পতেঙ্গা এলাকার ফুলছড়ি পাড়ার নিজ নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের গত বছরের ৫ আগস্ট পরবর্তী থানা ভাঙচুর মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে যুবলীগ নেতা মো : সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: আল আমিন ও তরুণ আওয়ামী লীগ নেতা মো আবদুল্লাহ আল মামুন কে মিথ্যা মামলায় আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারল আলম দিদার, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ ও পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো : মাসুদ করিম।
তারা এক বিবৃতিতে বলেন, অবৈধ সরকার মিথ্যা মামলায় ও বিনা অপরাধে সিএমপির পতেঙ্গা থানা পুলিশ আওয়ামী লীগের তিনজন সাহসী নেতাকর্মীদের আটক করে এবং কারাগারে পাঠান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের নি: শর্ত মুক্তি দাবি জানাচ্ছি।