
সোমবার বিকালে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানিয়ে বরকত উল্যাহ বুলু বলেন, আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম, ১৭ বছর পরে আমরা এই রাস্তাটি তৈরী করেছি, আমাদের ৬৫ লক্ষ্য নেতাকর্মীর মিথ্যা মামলা ছিল, ২০ হাজার নেতাকর্মী পঙ্গুত্ব ভরণ করেছিল।
হাজার হাজার নেতাকর্মী মামলা মাথায় নিয়ে বাবা-মা জানাযা পড়তে পারে নাই, বোনের বিয়েতে অংশ নিতে পারে নাই। ৫ আগস্টের গণঅভ্যাত্থানে ১৪’শ জন শহীদের মধ্যে ৪৬২জনই বিএনপি নেতাকর্মী। অতএব কারণে এই আন্দোলনের অগ্রনায়ক হচ্ছেন তারেক রহমান, অন্য কেই নয়।
একটি অদৃম্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, একটি অদৃশ্য শক্তি আজকে দৃশ্যমান হচ্ছে। তার পাশাপাশি আরো অনেকগুলো অদৃশ্য শক্তি এখনো রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে না পারি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে কঠিন থেকে কঠিনতম দিন অপেক্ষা করবে।
তিনি বলেন, আগামী মাসেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন। এই যুবদলের নেতৃত্বে আপনারা সবাই নোয়াখালীর সর্বোচ্চ লোক ঢাকায় বিমানবন্দরে। আগামী দিনে বাংলাদেশ যদি উন্নয়ন ক তারেক জিয়ার ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমূখ।