সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়ন মালিয়ানডাঙ্গায় মোঃ ইউনুস আলী প্রাং (৭০), পিতা-মৃত দবির উদ্দিন প্রাং, দীর্ঘদিন যাবত তার বাবার ক্রয়কৃত ৬৮ শতক জায়গা ভোগদখল করে আসছে।
তার বাবা মারা যাওয়ার পর থেকে পার্শ্ববর্তী মোঃ সৈয়দ আলী মন্ডল পিতা মৃত, রহিম উদ্দিন মন্ডল , জোর করে তার বাবার ক্রয়কৃত যায়গা দখল করে। এবং উক্ত যায়গার উপর কেউ দাবি করলে তাকে প্রাণ নাশের হুমকি দেয়। উক্ত হুমকির প্রেক্ষিতে মোঃ ইউনুছ আলী বাদী হয়ে ২০২২, সালে বগুড়া গাবতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং বিষয়টি নিয়ে বালিয়াদিঘি ইউনিয়ন চেয়ারম্যান স্থানীয় ভাবে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করলে তারা সালিশী অমান্য করে। পরবর্তীতে অভিযোগটি এনজিআর মামলা হলে সেখানে গিয়ে বিবাদী মোঃ সৈয়দ আলী মন্ডল তাদের দখলকৃত যায়গা বুঝিয়ে দিবে বলে মুচলেকা দেয় । এবং গত ০৫ আগষ্টে শৈরাচার সরকারের পদত্যাগের পর থেকে বিবাদীরা আবারও সক্রিয় হয়ে উক্ত দখলকৃত যায়গার উপর প্রভাব বিস্তার করে । উক্ত যায়গায়.৩০টি লাগানো সরকারি গাছ কর্তন করে যার আনুমানিক মূল্য, প্রায় এক লক্ষ টাকা। বিষয়টি গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।