![]()
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা প্রতিনিধি: যশোর সার্কিট হাউস থেকে এক ভুয়া সচিবকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ২টার পর এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আব্দুস সালাম, তিনি মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশি গাজীর ছেলে।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, আব্দুস সালাম পূর্বেও একাধিকবার ভিন্ন সরকারি পরিচয় দিয়ে ভিআইপি সুবিধা গ্রহণ করেছেন এবং ঢাকা সচিবালয়ে অবাধে বিচরণ করেছেন।
সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে তিনি ফোনে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে রেল স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর নির্দেশ দেন। পরে সরাসরি সার্কিট হাউসে উপস্থিত হলে তার পরিচয় যাচাই করা হয় এবং ভুয়া পরিচয় ধরা পড়ে।
ঘটনার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। জেলা পরিষদের সিইও এস.এম শাহীনসহ অন্যান্য কর্মকর্তারা তাকে প্রতারক হিসেবে শনাক্ত করেন। এরপর পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানায় হস্তান্তর করে।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”