যশোরে স্মরণসভায় যোগ দিতে বিএনপি মহাসচিবের আগমন
মোহাম্মদ রিদয় হোসেন যশোর জেলা প্রতিনিধি
আজ (৬ নভেম্বর) বৃহস্পতিবার সকালে যশোর বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যশোরের উন্নয়নের স্থপতি, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মরহুম তরিকুল ইসলাম এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে তিনি যশোরে আসেন।
বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক শুভাগমন জানান মরহুম তরিকুল ইসলামের পুত্র শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল বারী রবু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু এবং যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
দলের নেতাকর্মীদের উপস্থিতিতে বিমানবন্দর এলাকায় ছিল উষ্ণ অভ্যর্থনা ও আবেগঘন পরিবেশ।
