
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার, যশোর
যশোরের কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তা থেকে ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরার পথে ছিল। পরবর্তীতে সেটি ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল বলেও সে স্বীকার করে।
আটক যুবকের নাম ইমরান হোসেন (৪২)। তিনি সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার সরকারপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
জব্দকৃত স্বর্ণের মূল্য ৬৯,৩৯,২১২ টাকা। এছাড়া জব্দ করা মোবাইলের মূল্য ১৫,০০০ টাকা এবং নগদ ৩৭৫ টাকা। মোট সিজারের মূল্য দাঁড়িয়েছে ৬৯,৫৪,৫৮৭ টাকা।
পুলিশ আটক ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।