
মোঃ বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, যশোর –
যশোরে চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ইব্রাহিম গাজী (২০) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার যশোর মণিহার বাসস্ট্যান্ড এবং সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রচুর জাল নোট উদ্ধার করা হয়।
র্যাবের কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তি পঞ্চাশ, একশত এবং দুইশত টাকার নোট তৈরি করছিল এবং এগুলো সারাদেশে ছড়িয়ে দিচ্ছিল।