
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোর জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সধারণ কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মোঃ আব্দুল হালিমকে এএসআই সশস্ত্র থেকে এসআই সশস্ত্র পদে পদোন্নতি প্রদান উপলক্ষে র্যাংক ব্যাজ পরিয়ে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
র্যাংক ব্যাজ পরানোর পর পুলিশ সুপার নব পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, পদোন্নতি দায়িত্ব আরও বাড়িয়ে দেয় এবং জনগণের প্রতি কর্তব্য পালনে দৃঢ় মনোভাব ও সততার বিকল্প নেই। একই সঙ্গে তিনি পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আবুল বাশারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।