
মোঃবিল্লাল হোসেন ক্রইম রিপোর্টার, যশোর
যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ এ আদেশ দেন।
মিরাজ হোসেন (৩৭) — ১০ পিস ইয়াবা, ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা।শাহীন (৪০) — ৫০ গ্রাম গাঁজা, ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শেখ আবুল কাসেমসহ সদস্যরা সহযোগিতা করেন।
মোঃ শরীফ নেওয়াজ বলেন, “মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।”