মোহাম্মদ রিদয় হোসেন যশোর জেলা প্রতিনিধি |
যশোরের শার্শা উপজেলায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোর উন্নয়নের কান্ডারি মরহুম জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (০৫ নভেম্বর) শার্শা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা মরহুম তরিকুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ও গণতন্ত্রের একজন দৃঢ় সৈনিক।
প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, “জননেতা তরিকুল ইসলাম বিএনপির আদর্শিক ভিত্তির অন্যতম স্তম্ভ ছিলেন। তাঁর দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে।”
শেষে মরহুম তরিকুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়