যশোরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত প্রার্থীরা হলেন—
যশোর-১ (শার্শা): মফিকুল হাসান তৃপ্তি
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): সাবিরা নাজমুল মুন্নী
যশোর-৩ (সদর): অনিন্দ্য ইসলাম অমিত
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া): টিএস আইয়ুব
যশোর-৬ (কেশবপুর): রওনক জাহান শ্রাবণ
তবে যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, আলোচনার পর শিগগিরই এ আসনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঘোষিত প্রার্থীরা স্থানীয়ভাবে জনপ্রিয় এবং তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াইকে সামনে রেখে ধাপে ধাপে সারাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করছে। আগামী নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি হবে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের লড়াই।”
