
নিউজ ডেস্ক
ক্রাইম রিপোর্টার, যশোর
যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওলিয়ার রহমান উজ্জ্বল (৩৯) কারাগারে মারা গেছেন। পরিবারের দাবি—উজ্জ্বলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা ও অস্ত্রসহ চারজনকে আটক করে যৌথবাহিনী। আটক ব্যক্তিরা হলেন—
পলাশ (৩৫), ভোগতি গ্রাম
আলমগীর (৪০), ভোগতি গ্রাম
রাসেল (২৩), মূলগ্রাম
ওলিয়ার রহমান উজ্জ্বল (৩৯), আলতাপুল গ্রাম
অভিযান শেষে তাদেরকে কেশবপুর থানার কাছে হস্তান্তর করা হয়। পরদিন শুক্রবার বিকেলে পুলিশ তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠায়।
কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উজ্জ্বল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জেল কর্তৃপক্ষ তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে উজ্জ্বলের পরিবার অভিযোগ করেছে—
“এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
পরবর্তীতে উজ্জ্বলের লাশ পরিবারকে হস্তান্তর করা হয়।
রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে কেশবপুর ডিগ্রি কলেজ মাঠে উজ্জ্বলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন—
আবুল হোসেন আজাদ, সভাপতি, কেশবপুর উপজেলা বিএনপি; সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি
কাজী রনকুল ইসলাম শ্রবণ, সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি; সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মীরা জানাজায় অংশ নেন।