
মোঃ মারুফ হোসেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অর্ধকোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও মাদক জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) রাতে ধোবাউড়া, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এলাকার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারশী শাড়ি, কম্বল, ১৩টি ভারতীয় গরু এবং ভারতীয় মদ। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।