
মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ হালুয়াঘাট সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৫টা নাগাদ পূর্ব গোবরাকুড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় চোরাকারবারিদের কাছ থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড জব্দ করা হয়। যার বাজারমূল্য ৬ লাখ ১০ হাজার ২০০ টাকা।
এর আগে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে হালুয়াঘাট উপজেলার জামতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় একটি ভারতীয় গরু আটক করা হয়। গরুটির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
দুইটি অভিযানে সর্বমোট ৬ লাখ ৭০ হাজার ২০০ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।