
মিনহাজ উদ্দীন
আলীকদম উপজেলা প্রতিনিধি
বান্দরবান রিজিয়ন আগামী জানুয়ারি থেকে ম্রো জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে কম্পিউটার, সেলাই ও ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। আলীকদম জোনের তত্ত্বাবধানে এসব প্রশিক্ষণ বাস্তবায়ন হবে।
রবিবার (১৫ নভেম্বর ২০২৫) আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসে আয়োজিত মতবিনিময় সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. রাকিব ইবনে রেজওয়ান এ ঘোষণা দেন। তিনি বলেন, ম্রো সম্প্রদায়ের মালিকানায় কমিউনিটি ট্যুরিজম গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, আইন-শৃঙ্খলা ও ভোকেশনাল ট্রেনিং উন্নয়নে সেনাবাহিনী কাজ করছে।
সীমান্ত নিরাপত্তা, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় আলীকদম জোনের কর্মকর্তাসহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০০৮ সাল থেকে সেনা তত্ত্বাবধানে পরিচালিত ম্রো কল্যাণ ছাত্রাবাস শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।