বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম:
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার স্টেশনে অনুষ্ঠিত হয়েছে “Stop Gender-Based Violence” শীর্ষক র্যালি।
র্যালিটি আয়োজন করে Society for Humanitarian Aid Youth (SHAY), ActionAid Bangladesh-এর আর্থিক সহযোগিতায়। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় SHED।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ActionAid Bangladesh-এর প্রতিনিধি এরশাদুল ইসলাম, SHED-এর মোহাম্মদ আসিফ তাইজুল চৌধুরী এবং SHAY-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলম মোহাম্মদ রাসেল।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতার বিকল্প নেই। শিক্ষা, মানবিকতা ও সমতার চর্চার মাধ্যমেই সহিংসতামুক্ত সমাজ গড়া সম্ভব।
র্যালিতে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে “Stop Gender-Based Violence” বার্তা প্রচার করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাদা কাপড়ে স্বাক্ষর প্রদান কর্মসূচি, যেখানে সবাই অঙ্গীকার করেন— “সহিংসতা নয়, মানবিকতার পথে সমাজ গড়বো।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ActionAid Bangladesh-এর সহযোগিতায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।