শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদকঃ
মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কুশিয়ারা নদীতে ভেসে উঠলো মছব্বির আহমদ (৩২)-এর লাশ। শুক্রবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ (মরাকালনীরচর) এলাকায় স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নৌকাযোগে ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। শুক্রবার রাতে লাশ ভেসে উঠলে তার ভাই আলাল মিয়া শনাক্ত করেন। ঘটনার পরদিন মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।