
নাঈম আহমেদ
স্টাফ রিপোর্টার
দৈনিক আমার সকাল ২৪
স্টাফ রিপোর্টার :
মোহাম্মদপুরের টোকিও স্কয়ার কনভেনশন হল-এ উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে সমন্বিত বিজয় মেলা ও এক্সপো ২০২৫। আলোকিত শিশু স্কুল-এর সম্মানিত চেয়ারম্যান, অকুপেশনাল থেরাপিস্ট অধ্যাপক জহির উদ্দিন আকন্দ-এর উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও বর্ণিল।
তিন দিনব্যাপী এই মেলায় পোশাক, কসমেটিক্স, খাদ্যপণ্য, খেলনা, থেরাপি ইকুইপমেন্ট, রিসোর্ট ও আবাসনসহ বিভিন্ন খাতের স্টল স্থান পেয়েছে। দেশীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলাটি দর্শনার্থী ও ক্রেতাদের জন্য এক ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা এনে দিয়েছে। মেলাটি ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকলেও আজ ২০ ডিসেম্বর শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে আরও জমজমাট হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
একই আয়োজনে অনুষ্ঠিত হয় আলোকিত শিশু স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। কবিতা আবৃত্তি, গান, নৃত্য এবং ‘যেমন খুশি তেমন সাজ’ পর্বে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য কেবল বাণিজ্যিক প্রদর্শনী নয়; বরং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং সৃজনশীল প্রতিভা প্রকাশের জন্য একটি মানবিক ও সহানুভূতিশীল প্ল্যাটফর্ম তৈরি করা। সেই দৃষ্টিকোণ থেকে সমন্বিত বিজয় মেলা ও এক্সপো ২০২৫ একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।