
মোঃ আব্দুস ছলাম আত্রাই নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে খেজুর গাছের রস খেয়ে অনিক মোল্লা (১৭) মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার ভোঁ-পাড়া ইউনিয়নের মহাদীঘি নামাপাড়া গ্রামের খোকা মোল্লার তৃতীয় ছেলে।
জানা যায়, অনিক দুই দিন আগে খালি পেটে খেজুর গাছের রস পান। এরপর বিকাল থেকে তার শরীরে জ্বর শুরু হয় এবং পেট ও মাথা ব্যথা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসা গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে করানো হলেও অবস্থা আরও খারাপ হওয়ায় রাতের বেলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু পরীক্ষা করার আগেই অনিকের মৃত্যু হয়।
কর্তব্যরত ডাক্তার জানান, খেজুর রস খাওয়ার পর অনিক নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহাদীঘি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।