শেখ তাইজুল ইসলাম মংলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি হরিণের পা সহ এক শিকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে কোস্টগার্ড স্টেশন হারবারিয়ার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলার সাইলো ও তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জয়মনি এলাকার নজরুল গাজীর ছেলে মো. হাসান (৩৪) কে হরিণের মাংস ও পা সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত হাসান দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকায় হরিণ শিকার করে মাংস বিক্রি করছিলেন। পাচারের উদ্দেশ্যে এ মাংস সংগ্রহ করা হয়েছিল বলে কোস্টগার্ড ধারণা করছে।
কোস্টগার্ড জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।