মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত পুরুষের ভাসমান লাশ উদ্ধার
শেখ তাইজুল ইসলাম, মংলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী (প্রায় ৪০) পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপাই নৌ থানা পুলিশ জয়মনি সাইলো সংলগ্ন নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁদপাই নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হক বলেন,
“সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধার করেছি। লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও গ্রহণ করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে উদ্বেগের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন সম্ভব হবে।