
মোংলা প্রতিনিধি: শেখ তাইজুল ইসলাম
মোংলার চাঁদপাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শুক্রবার (৩১ অক্টোবর) বিএনপির আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপাই ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নজরুল শিকদার। প্রধান অতিথি ছিলেন চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম শেখ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আঃ হাকিম বাচ্চু। যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়, সমগ্র জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। এর বাস্তবায়নই দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে। পরিশেষে উপস্থিতদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।