মোংলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শেখ তাইজুল, মোংলা প্রতিনিধি
মোংলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ঈমান হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজাউদ্দিন মোল্লা সুজন।
প্রধান অতিথি বলেন, গত ১৭ বছরে বিএনপি ও অঙ্গসংগঠন রাস্তায় কার্যক্রম করতে পারেনি, তবে যুবদল হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি যোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মোংলা পৌর যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ। এরপর শ্রমিক সংঘ চত্বর থেকে শুরু হওয়া র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে
