
শেখ তাইজুল ইসলাম
মোংলা উপজেলা প্রতিনিধি
বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামকে মোংলায় পৌঁছালে বিপুল গণসংবর্ধনা প্রদান করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালবেলা ডা. শেখ ফরিদুল ইসলাম মোংলা উপজেলায় প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া হাজারো নেতা-কর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় নেতা-কর্মীরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ডা. শেখ ফরিদুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন,
“আপনাদের এই ভালোবাসা আমাকে গভীরভাবে ঋণী করেছে। ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে মোংলা–রামপালের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভয়-ভীতি উপেক্ষা করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রার্থীর আগমনে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ সময় ডা. শেখ ফরিদুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিকেলে তিনি দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে নির্বাচন পরিচালনা, সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।