
মোংলা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলায় ধানের শীষের পক্ষে মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দল ব্যাপক প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে স্বেচ্ছাসেবকরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করে প্রচারণা চালান। তারা স্লোগান দেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির বলেন, "মোংলার মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিতে উন্মুখ। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা রাজপথে আছি।"
স্থানীয়রা জানান, নির্বাচনী কার্যক্রম পুনরায় সচল হওয়ায় এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উপজেলা স্বেচ্ছাসেবক দল জানায়, নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি গ্রামে প্রচারণা অব্যাহত থাকবে।