![]()
শেখ তাইজুল ইসলাম, মোংলা:
রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা-২০১৭ অনুযায়ী চাঁদপাই রেঞ্জের মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও দাকোপ উপজেলার আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা (CMC) সাধারণ ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে কমিটির কাউন্সিলরদের মতামতের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন। প্রথম অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচিত সভাপতি হন মোঃ ফারুক হোসেন হাওলাদার। সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ নুরুল ইসলাম মৃধা ও তাপসী পাইক (নারী) এবং কোষাধ্যক্ষ মোঃ মারুফ হাওলাদার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দ্বীপন চন্দ্র দাস। কমিটির মেয়াদ দুই বছর।
সভায় সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, পরিবেশকর্মী, বিভিন্ন সরকারি কর্মকর্তা, র্যাব, বিজিবি, নৌপুলিশ ও থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।