
শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি
মোংলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ বোতল বিদেশি মদ ও ৯৪ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড বেইস মোংলা। রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা লাউডোব ফেরিঘাট এলাকায় অবস্থান নিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করেন। এসময় তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মদ-বিয়ার ও আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।