
শেখ তাইজুল ইসলাম, মোংলা (প্রতিনিধি)
অকাল প্রয়াত কবি, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোংলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় কবির গ্রামের বাড়ি মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, মোংলা নাগরিক সমাজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আয়োজনে শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। শিশুদের মাঝে মিষ্টি বিতরণও করা হয়।
এরপর বেলা ১০টায় হিমেল বরকতের বাসায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত, মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, কবির বাল্যবন্ধু জানে আলম বাবু এবং অন্যান্য স্থানীয় সমাজসেবক ও সাংস্কৃতিক নেতারা।
সভায় বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একাধারে অধ্যাপক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সাহিত্য গবেষক। মাত্র ৪৩ বছর বয়সে তিনি বাংলা সাহিত্যাংগনে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
ড. হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মিঠাখালিতে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি, নটরডেম কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি সম্পন্ন করেন এবং পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সালে শিক্ষকতা শুরু করেন এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
হিমেল বরকতের উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে চোখে চৌদিকে, বৈশ্য বিদ্যালয় কাব্যগ্রন্থ, দশ মাতৃক দৃশ্যাবলী, প্রান্তস্বর ব্রাত্যভাবনা, গানের ঝরাপাতা, ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়, আয়না, ছন্দ শেখার হাতেখড়ি ও শিশুতোষ গল্প মায়ের ভাষা এবং পেন্সিল ও রাবারের গল্প। এছাড়া তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা ও সম্পাদিত গ্রন্থেরও রচয়িতা।
ড. কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার বারডেম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।